
গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগণা: পিকনিকে বচসা থেকে হাতাহাতি। ঘটনায় নিহত ১।বর্ষবরণের রাতে এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার আশুতি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় । জানা গিয়েছে আশুতি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রথতলার বাসিন্দা প্রবীর মন্ডল,বাড়ি থেকে কিছু দূরে গিয়েছিলেন পিকনিক করতে। সেখানে পিকনিক চলাকালীন এক যুবকের সঙ্গে তার বচসা হয়।। এরপর বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হলে তার ওপর ওই যুবক কাঠের বাটাম নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এরপর তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গেলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় প্রবীর মন্ডলকে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে যান ডি এস পি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ সহ একাধিক পুলিশ কর্মীরা। এদিকে অভিযুক্ত যুবক পলাতক বলে জানা গিয়েছে।