
ওঙ্কার ডেস্ক : সাময়িক স্বস্তি মাম্পি দাসের। মাম্পিকে এখনই গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের। পিয়ালী ওরফে মাম্পী দাসের বিরুদ্ধে নিম্ন আদালতে ১২ দিনের জন্য জেল হেফাজতে নেওয়ার এবং নতুন মামলায় গ্রেফতার দেখানোর যে আবেদন পুলিশ করেছে তার প্রেক্ষিতে আগামী শনিবার পর্যন্ত কোনও পদক্ষেপ করবে না রাজ্য, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি.
প্রসঙ্গত, বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর সন্দেশখালির মহিলাদের একাংশ সরাসরি দাবি করেছিলেন যে সেখানে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। তাঁদেরকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই ঘটনায় উঠে এসেছিল বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির নাম। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের মামলা প্রত্যাহার করতে গেলে অভিযোগকারিণীদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাম্পির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই মাম্পিকে তলব করেছিল পুলিশ। তারপরেই মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করলে মাম্পির ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। এরপরেই জামিন চাইতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি.