
জয়ন্ত সাহা,আসানসোল:কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়।আর্থিক বা শারীরিক প্রতিবন্ধকতা সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনা। সেই কথাই আবার একবার প্রমাণ করলেন আসানসোলের জিতেন লুই দত্ত। তার ছোট বয়স থেকেই ইচ্ছে ছিল বাঁশি কিনে বাজানো , কিন্ত বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক অবস্থা।তাই বাঁশের বদলে ,হাতের কাছে পড়ে থাকা পানীয় জলের পাইপ দিয়ে বাঁশি তৈরি করেন জিতেন বাবু ।আর সেই বাঁশিতে বিভিন্ন গানের সুর তুলে শিল্পাঞ্চলের মানুষদের মন জয় করেছেন আসানসোল রবীন্দ্রভবনের অস্থায়ী কর্মী জিতেন লুই দত্ত।
আসানসোল রবীন্দ্র ভবনে সাউন্ড সিস্টেমের অপারেটর জিতেন বাবু পাঁচ বছর আগে রবীন্দ্র ভবনে পড়ে থাকা পানীয় জলের পাইপ দিয়ে বাঁশি তৈরি করেন।এরপর সেই বাঁশিতেই সৃষ্টি করেন সুরের মায়াজাল।তবে তিনি কোনো শিল্পীর কাছে বাঁশি বাজানো শেখেন নি, টিভিতে এবং রবীন্দ্রভবনের অনুষ্ঠানে বাঁশি বাজানো দেখেই তিনি বাঁশি বাজানো শিখেছেন।
তার সহকর্মীরা জিতেন বাবুর শিল্প সত্তার ভুয়সী প্রশংসা করেছেন। এবং আশা প্রকাশ করেছেন শিল্পী হিসাবে তিনি ভবিষ্যতে আরো সাফল্য পাবেন।