
নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগে সরকারি অনু্ষ্ঠান ও সভা সেরে শুক্রবার বিকেলে রাজভবনে আসেন প্রধানমন্ত্রী। রাজভবনেই রাতে থাকবেন তিনি। প্রোটোকল মেনেই সন্ধেবেলা মোদীর সঙ্গে দেখা করতে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আধঘণ্টারও বেশি মোদী মমতার কথা হয়। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, প্রোটোকল মেনে আমি তাঁর সঙ্গে দেখা করলাম। দুজনে গল্প করলাম। রাজ্যের কথা বললাম। তবে কোনও রাজনৈতিক বিষয়ে কথা হয়নি বলেই দাবি মমতার।