
সুনন্দা দত্ত,পোলবা: ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ স্মরণে ধর্মতলায় জনসভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে প্রস্তুতি তুঙ্গে। হাতে আর মাত্র ১ দিন বাকি। তার আগের মুহূর্তে রাজ্যজুড়ে চলছে শেষ প্রস্তুতি। কিন্তু এই আয়োজনের মধ্যে হঠাৎই চাঞ্চল্য ছড়ালো পোলবা দাদপুর ব্লকে জোড়া অশ্বতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। বাস স্ট্যান্ডের গায়ে চঞ্চল্যকর পোস্টার। তাতে লেখা ” যারা একুশে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতার তারা অবশ্যই নিজের ইনসুরেন্স করে বাড়ি থেকে বেড়াবেন। কে বা কারা এই হুমকিমূলক পোস্টার লাগিয়েছে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।