
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খোদ পুলিশের বিরুদ্ধে বড় অঙ্কের টাকা আদায়ের অভিযোগ। সূত্রের খবর, শহরের দুই ব্যবসায়ীর মধ্যে আর্থিক গোলমাল। কলকাতা পুলিশের দুই থানার নাক গলানোর অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ তপসিয়া এবং প্রগতি ময়দান থানার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, দুই থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। ওই দুই থানার ঘটনার দিন অর্থাৎ ১৮ জুনের সিসিটিভি ফুটেজ এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের ওই রাতের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। দুই থানার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আগামী ১ আগস্ট পরবর্তী শুনানিতে রিপোর্ট দিতে হবে রাজ্যকে।হাইকোর্টে এদিনের শুনানিতে ওই ব্যবসায়ীর আইনজীবী অপলক বসু ও অমিত চৌধুরীর অভিযোগ, রাত দুটো নাগাদ আমার মক্কেলের অ্যাকাউন্ট থেকে অভিযোগকারী ব্যবসায়ীর তিনটি অ্যাকাউন্টে তিন দফায় এক কোটি টাকা ট্রান্সফারে বাধ্য করে পুলিশ। দুই থানার পুলিশ রীতিমতো নির্যাতন করে ওই টাকা দেওয়ার জন্যে।এই ব্যবসায়ীর কাছে তপসিয়ার এক ব্যবসায়ী ৯৬ লক্ষ টাকা পাবে বলে থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ তৎপর হয়ে ওঠে।