
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেলাশাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকেই আইন-শৃঙ্খলা নিয়ে কড়া নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। “আইন-শৃঙ্খলায় নজর দিতে হবে। আইন-শৃঙ্খলার অবনতি যেন না হয় সেই দিকে আপনারা নজর রাখুন।”বৈঠকে জেলাশাসক পুলিশ সুপারের উদ্দেশ্যে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এমনটাই জানা গেছে কমিশন সূত্রে। জামিন অযোগ্য যে ওয়ারেন্ট গুলি আছে সেগুলি কার্যকরী করতে হবে। নাকা চেকিংয়ের প্রক্রিয়া শুরু করতে হবে।স্পর্শকাতর অঞ্চল গুলির ম্যাপিং আরো নিখুঁতভাবে করুন।”জেলাশাসক পুলিশ সুপারদের বৈঠকে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।পুলিশের ট্রান্সফার নিয়ে রাজ্যগুলিকে এবার কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। যে সমস্ত পুলিশ অফিসারদের এই জায়গায় তিন বছর হয়ে গেছে তাদের নিয়ম অনুযায়ী আগেই অন্যত্র বদলির নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন নজরদারিতে দেখেছে যে পুলিশ অফিসারদের একই লোকসভা কেন্দ্রের পার্শ্ববর্তী জেলায় বদলি করা হচ্ছে।এই পুলিশ অফিসাররা যাতে কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত না করতে পারে তার জন্য নির্বাচন কমিশনের কড়া বার্তা।