
শেখ এরশাদ, কলকাতাঃ কালীপুজোর শেষেও বিষাদের সুর। সোমবার কলকাতায় মর্মান্তিক মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। নিমতলা ঘাটে কর্তব্যরত থাকাকালীন মৃত্যু হয় পুলিশ কর্মীর। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে। পুরসভার গাড়ি গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ করছিল। সে সময় জেসিবির সঙ্গে পুলিশ কর্মীর ধাক্কা লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেখানেই জ্ঞান হারান ওই পুলিশ কর্মী। তারপর তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম সন্দীপ বর্মন। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের জি কোম্পানির কনস্টেবল ছিলেন। এই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।