
নিজস্ব সংবাদদাতা : এপ্রিলের শুরুতেই পুলিশ লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে। পুলিশ কমিশনারের পক্ষ থেকে ব্যবসায়ীদের পুলিশ লাইসেন্স সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ‘বন্ধু অ্যায়প’-এর মাধ্যমে অনলাইনে এই লাইসেন্সের আবেদন করা যাবে। যদি কোনো ব্যবসায়ীর লাইসেন্স না থাকে তাহলে আইনি ব্যকবস্থা নেবে পুলিশ।
পুলিশ আধিকারিকরা ব্য বসায়িক কেন্দ্র ও বাজারে গিয়েও ব্যথবসায়িক কমিটি ও বাজার কমিটির সঙ্গে বৈঠক করেন। পুলিশ সুত্রে জানা গেছে, লাগাতার অভিযানের ফলে ব্যটবসায়ীরা অনেকটাই সচেতন হয়েছে। কিন্তু অন্যদিকে নতুন পুলিশ লাইসেন্সের সংখ্যাে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
কলকাতার যে ব্যেবসায়ীরা খাদ্যনসামগ্রী বিক্রির সঙ্গে যুক্ত, তাঁদের কাছে পুলিশ লাইসেন্স থাকা বাধ্যাতামূলক, এমনটাই জানিয়েছে লালবাজার। অনেক ব্যাবসায়ীরা পুলিশ লাইসেন্স এর ব্যপারে কিছুই জানেন না সেই কারণেই গত কয়েক মাসে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি করা হয়।
পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় বলা আছে, চায়ের দোকান থেকে শুরু করে খাবারের দোকান, বিভিন্ন রেস্তোরাঁ, পান সিগারেটের দোকান, পানীয় জল বিক্রির দোকানে পুলিশ লাইসেন্স শেষ হচ্ছে পয়লা এপ্রিল। তাই সেই সমস্ত ব্যবসায়ীদের ‘বন্ধু অ্যাপ’-এর সাহায্যে পুলিশ লাইসেন্স এর আবেদন জানাতে হবে। এমনকি মদের দোকান, সিনেমা হলের সাথে পানের দোকান থাকলেও পুলিশ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। যদি কোন ব্যবসায়ী লাইসেন্স না থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ কমিশনার।