
বিশ্বজিৎ হালদার, কলকাতা: তৃণমূলের সঙ্গ ত্যাগ করতে চলেছেন প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। জোড়া ফুল শিবির ছেড়ে ফিরছেন ঘরে। কংগ্রেস সূত্রে খবর,দলের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের হাত ধরে কংগ্রেসে যোগ দেবেন প্রাক্তন সাংসদ বিধায়ক প্রণব পুত্র অভিজিৎ। আগামীকাল বুধবার কলকাতার প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিতে পারেন জঙ্গি পুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। উল্লখ্য,২০২১ সালের ৫ জুলাই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে হাত ছেড়ে জোড়া ফুলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। প্রসঙ্গত,মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপর্যয় ঘটে। বিধানসভায় আসন শূন্যে পৌঁছে যায় কংগ্রেস।এরপর কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন প্রাক্তন রাষ্টপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। প্রসঙ্গত,সম্প্রতি সময়ে প্রণব কন্যা শর্মিষ্ঠার মুখে একাধিকবার শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা। রাজনৈতিক মহলের দাবি, এই পরিস্থতিতে প্রবণ পুত্রকে ঘর আপসি করিয়ে পাল্টা বার্তা দিতে চাইছে কংগ্রেস শিবির।