
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাশ্মীর বা বাংলাদেশি জঙ্গিদের যোগাযোগ রয়েছে। এই নিয়ে এবার পাল্টা জবাব দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সঙ্গে জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে তিনি একদিনের মধ্যে পদত্যাগ করবেন। শুধু তাই নয় বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মমতা বলেন, ‘আমাকে বলেছে, আমি নাকি হিন্দুধর্মকে তাচ্ছিল্য করি। আর আমি মুসলিম লিগ করি। এত সংগ্রাম করার পর আমাকে এই জীবনে এসেও শুনতে হবে যে জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। আর বাংলাদেশি জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। বাংলার মানুষকে বলব, যদি প্রমাণ করতে পারেন, একদিনের মধ্যে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যাব।’
উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায় সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে তাঁর সঙ্গে জঙ্গিযোগের অভিযোগ তোলেন। সোমবারই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কাগজ ছোঁড়ার অভিযোগে এক মাসের জন্য বিধানসভা থেকে শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছোঁড়া, ওয়েলে নেমে হট্টগোল করার অভিযোগে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক ও বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যপালের জবাবি ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে পাল্টা বাক্যবাণে বিদ্ধ করেন মুখ্যমন্ত্রী।
ভিডিও দেখুন-