
সুকান্ত চট্টোপাধ্যায়, বনগাঁ: বুধবার সংশোধনাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। জ্যোতিপ্রিয়র জামিনের ঘটনা উত্তর ২৪ পরগনার রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। একদিকে বালুর অনুগামীরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলেছেন ‘বস ইজ় ব্যাক’ স্লোগানে। অন্যদিকে, বিরোধীদের একাংশের বক্তব্য, মামলা এখনও বিচারাধীন। জামিন পাওয়া, না পাওয়া নিয়ে এত উচ্ছ্বাসের কোনও কারণ নেই। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন নৈতিক জয় বলে দাবি তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের।
রেশন দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ২৭ অক্টোবর মাঝরাতে ইডি-র হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। তারও আগে গত ১৩ অক্টোবর গভীর রাতে বালু ঘনিষ্ঠ বাকিবুরকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার ৪৬ দিন পরে আদালতে চার্জশিট পেশ করে ইডি। ১৬২ পাতার চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছিল ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তবে টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে দাবি করে ইডি।
ইডি সূত্রে আরও দাবি করা হয়েছিল, রেশন দুর্নীতির টাকা অন্য খাতে বিনিয়োগ করতে কেবল নিজের স্ত্রী-কন্যাই নন, শ্যালক এবং শাশুড়িকেও ব্যবহার করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বণ্টন দুর্নীতি মামলায় অবৈধ উপায়ে পাওয়া টাকাকে বৈধ করতে জ্যোতিপ্রিয় ভুয়ো সংস্থা খুলেছিলেন বলেও দাবি করে ইডি। এই সংস্থাগুলির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ মিলমালিক, ইডির হাতে ধৃত বাকিবুরও।
ইডি সূত্রে দাবি করা হয়, রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকই কিং মেকার। তাঁকে দুর্নীতির গঙ্গাসাগর বলেও মন্তব্য করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন দুর্নীতির টাকা একাধিক হাত হয়ে দুবাই পাচার হত বলেও অভিযোগ ওঠে।
গ্রেফতার হবার পর থেকে জামিনের আবেদন করেও বারংবার খালি হাতে ফিরতে হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রত্যেকবার প্রভাবশালী তত্ত্ব খাড়া করে বালুর জামিন আটকায় ইডি। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়েও বারংবার জামিনের আবেদন করেন বালুর আইনজীবী। এসত্ত্বেও জামিন ছিল অধরা।
বুধবারও প্রভাবশালী তত্ত্ব খাড়া করে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করেছিল ইডি। যদিও ইডির প্রভাবশালী তত্ত্ব ভোঁতা হয়ে যায়। জামিন পেয়ে যান বুধবারই বাড়িতে ফিরেছেন জ্যোতিপ্রিয়। উত্তর ২৪ পরগণায় ফিরতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অনুগামীরা নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছেন। বদলাতে শুরু করেছে জেলার রাজনৈতিক সমীকরণ ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে,, এবার উত্তর ২৪ পরগণা জেলা রাজনীতিতে বালুর বিরোধীরা ব্যাকফুটে চলে যেতে পারেন। উত্তর ২৪ পরগণা জেলায় তৃণমূল কংগ্রেসের কোনও গোষ্ঠীকোন্দল নেই বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।
ভিডিও দেখুন-