
অমিত কুমার দাস,কলকাতা:
পঞ্চায়েতের বেনিয়ম ধরতে এবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে আদালত। পঞ্চায়েত ভোটে বুথ ও গণনা কেন্দ্রে গোলমাল, ব্যালট ছিনতাই, ব্যালট বক্স লুঠ, মারামারি– এ সব যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করতে সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার ছুটির দিন, শনিবার তিনি সেই সব ফুটেজ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিচারপতি। তাই সব মামলার সিসিটিভি ফুটেজ, যা রেজিস্ট্রার জেনারেলের অফিসে সংরক্ষিত আছে, সে সব বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজির করার নির্দেশ জারি হয়েছে। জানা গেছে, এইসব ফুটেজ দেখার জন্য ব্যাতিক্রমী ভাবে ২ সেপ্টেম্বর, শনিবার দিন ঠিক হয়েছে। সব পক্ষের আইনজীবীদের সঙ্গেই ওই ফুটেজ দেখবেন বিচারপতি। এ বিষয়ে তাঁর মন্তব্য, বেশ কিছু মামলা আছে, যার রায় দিতে হলে ওইসব ফুটেজ দেখা জরুরি। তাই শনিবার বেলা ১১টা থেকে টানা এই মামলাগুলির জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।