
গোপাল শীল,কুলপি : পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যজুড়ে অব্যাহত দল বদলের পালা। প্রায় দিনই বিরোধী দলের জয়ী প্রার্থীদের যোগ দিতে দেখা যাচ্ছে শাসক দলে। যা নিয়ে রীতিমত সরব হয়েছেন বিরোধীরা। তবে এবার পঞ্চায়েতে বোর্ড গঠন করার জন্য শাসকদলের প্রার্থী অপহরণের অভিযোগ উঠলো দক্ষিণ ২৪ পরগণায়। আইএসএফের ২ প্রার্থী ও কংগ্রেসের ১ প্রার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণা কুলপি বিধানসভার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের।কুলপি বিধানসভা গাজীপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৫। নির্বাচনে ৬ টি আসনে জয়ী কংগ্রেস প্রার্থীরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৫ টি আসন ও আই এস এফ ২, বিজেপি ১ সি পি আই এম ১। পঞ্চায়েতে বোর্ড গঠন করতে দরকার ৮ জন সদস্য। কিন্তু তৃণমূল কংগ্রেস মোট পাঁচটি আসনে জয় লাভ করায় তাদের পক্ষে প্রধান গঠন করা অসম্ভব।
তাই আইএসএফের দুই জয়ী প্রার্থী নকিব গায়েন ও রেজাউল পাইক এবং কংগ্রেসের জয়ী প্রার্থী মোজাফফর মোল্লাকে তুলে নিয়ে গিয়েছে শাসক দলের গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম মোল্লা,অভিযোগ বিরোধীদের।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম মোল্লা।
অন্যদিকে নিখোঁজ জয়ী প্রার্থীদের খোঁজ না মিললেও জয়ী প্রার্থীরা ভিডিও বার্তার মাধ্যমে জানান তারা নিরাপদ জায়গায় রয়েছে এবং নিজেদের ইচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। যদিও বিরোধীরা তাদের অভিযোগে অটল। তাদের অভিযোগ, পঞ্চায়েত দখল করতেই শাসক দল এমন আচরণ করছেন।