
সুনন্দা দত্ত, হুগলি : এক ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন সমস্যার মুখে আলু চাষিরা। আকাশ পরিষ্কার, বৃষ্টির দেখা নেই। আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। তবুও ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। ঘন কুয়াশা ও শীত কমে যাওয়ায় আলু চাষে দেখা দিয়েছে নতুন রোগ। গাছে পোকার আক্রমণ বাড়ছে।
অকাল বৃষ্টিতে তাঁদের আলু বীজ মাঠেই নষ্ট হয়ে গিয়েছিল। কোনওরকমে ঋণ নিয়ে আবারও আলু বসিয়েছেন চাষিরা। কিছুটা হলেও ঘুরে দাঁড়ান। কিছুদিন ভাল আবহাওয়া থাকলেও কয়েকদিন ধরে ঘন কুশায়ায় আবারও তাঁদের ক্ষতির সম্মুখীন হতে হয়। ঘন কুয়াশার দাপটে আলুতে নানান পোকা মাকড় হয়ে যাচ্ছে। চাষিরা বলছেন, আবার আলুতে নাভি-ধ্বসা রোগ হয়েছে। এর জেরে মাথায় হাত গোটা আরামবাগ মহকুমা সহ আশপাশের এলাকার অগণিত আলু চাষি। এক চাষির বক্তব্য, শীত সেভাবে পড়লো কই। তার ওপর যা কুয়াশার দাপট। এই আবহাওয়ায় আলু গাছের গোড়ায় পোকা হয়ে যাচ্ছে। তাতে চাষের ক্ষতি হচ্ছে”
নতুন ভাবে বীজ লাগিয়েও চিন্তা গেল না। যে সমস্ত চাষিরা ঋণ নিয়ে চাষ করেছিলেন, তাঁদের মাথায় হাত। এখন জেলা প্রশাসন যদি কোনও পদক্ষেপ করে, সদিকেই তাকিয়ে তাঁরা।