
শুভম কর্মকার,বাঁকুড়াঃ ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা অব্যাহত, এবার কর্মবিরতির ডাক দিলেন আলু ব্যবসায়ীরা । আলুর লাগাতার মূল্য বৃদ্ধিতে রাশ টানার জন্য ,কিছু দিন আগেই মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তারপরেই আলু ব্যবসায়ী ও হিমঘরের মালিকদের সঙ্গে আলোচনা করেন বিপণন দফতরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। এরপরে আলু রফতানিতে বিধিনিষেধ জারি করা হয়। এবং সীমান্তে আলু বোঝাই ট্রাকের যাতায়াত বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে । রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে হুগলীর তারকেশ্বরের আলু ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দিয়েছেন। হঠাৎ করে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্নভাবে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ।জানা গেছে, ভিন রাজ্যে আলু সরবরাহের অনুমতি না দিলে , সোমবার থেকেই আন্দোলনে সামিল হবে ব্যবসায়ীরা।কর্মবিরতি আটকানো না গেলে আলুর ঘাটতির সঙ্গে সঙ্গে দামও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা।