
ওঙ্কার ডেস্ক : তিন দিন পর অবশেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন আলু ব্যবসায়ীরা. বুধবার হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না. এই বৈঠকের পরেই ধর্মঘট তুলে নেওয়ার কথা জানান ব্যবসায়ীরা.
বুধবার রাত থেকে হিমঘর থেকে শুরু হবে আলু সরবরাহ. এর ফলে অনেকেই আশা করছেন, বৃহস্পতিবার থেকে বিভিন্ন বাজারে আলুর জোগানে যে ঘাটতি ছিল, তা স্বাভাবিক হবে. পাশাপাশি কমতে পারে আলুর দামও.
প্রসঙ্গত, রাজ্যে আলুর জোগান কম থাকায় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, আপাতত ভিনরাজ্যে আলুর রফতানি বন্ধ রাখতে হবে. তাঁর এমন নির্দেশের পরেই কর্মবিরতির ডাক দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা. ব্যবসায়ীদের অভিযোগ ছিল, বাজারে জোগান বাড়িয়ে আলুর দাম কমাতে কোনওরকম লিখিত নির্দেশ ছাড়াই রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছিল আলুবোঝাই ট্রাক. তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কর্মবিরতির ডাক দিয়েছিল. এই কর্মবিরতির ফলে জেলায় জেলায় বাজারগুলোতে আলুর দাম বাড়তে শুরু করে. টান পড়তে শুরু করেছিল আলুর জোগানেও. তবে, অবশেষে আলু ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে মধ্যবিত্ত.