
আশিস মণ্ডল, শান্তিনিকেতন : পৌষমেলার করার দাবিতে উত্তাল হলো বিশ্বভারতী। মঙ্গলবার পৌষমেলা বাঁচাও কমিটির সঙ্গে নিরপত্তারক্ষীদের ধস্তাধস্তিতে চাঞ্চল্য ছড়িয়ে যায় বিশ্বভারতী চত্বরে।বিক্ষোভকারীদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বলাকা গেট বন্ধ রেখে গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরে কেন্দ্রীয় কার্যালয়ে সামনের বলাকা গেট ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। যদিও, কার্যালয়ে ছিলেন না ভারপ্রাপ্ত উপাচার্য এবং কর্মসচিব। কবিগুরু মার্কেটের ব্যবসায়ী আমিনুল হোদা বলেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিপূর্ণ আন্দোলনকে বাধা দিয়েছে। ডেপুটেশন জমা দিতে দেবে না বলেই, কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বাইরে সর্বত্র তালা মেরে রেখেছিল। প্রসঙ্গত , যৌথ ভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট জানিয়ে দিয়েছিল এবারও হচ্ছে না পৌষমেলা। তারপর থেকে উত্তপ্ত হতে শুরু করে শান্তিনিকেতনের আবহাওয়া ।