
সূর্যজ্যোতি পাল,কোচবিহার : আবাস যোজনায় ঘর না পাওয়ায় ক্ষোভ ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের, বিক্ষোভ চলছে রাজ্য জুড়ে।সেই ছবি দেখা গেলো কোচবিহারে তুফানগঞ্জ এলাকায়।এখানকার ১নং ব্লকের চিলাখানা ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের আভিযোগ,আবাস যোজনা ঘর নিয়ে সার্ভের কাজ শুরু হলেও দীর্ঘদিন থেকে চিলিখানার ১ নং গ্রাম পঞ্চায়েতে ৮১ জন ও ৪২ নম্বর বুথের স্থানীয় গ্রামবাসীরা আবাসের ঘর পাচ্ছে না।
প্রসঙ্গত, রাজ্য সরকারের দাবি দীর্ঘদিন আবাসের যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।এনিয়ে বিস্তর চাপানউতোর চলছে রাজ্য কেন্দ্রের মধ্যে।শেষবার লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষনা করেন ডিসেম্বরের আবাসের বকেয়া কিস্তির টাকা রাজ্য সরকার নিজেদের ভান্ডার থেকেই দেবে।সেই মত আবাসের কাজ সম্প্রতি শুরু হয়ে গেছে। এখন কোচবিহারে তুফানগঞ্জ এলাকায় ১নং গ্রাম পঞ্চায়েত স্থানীয়গ্রামবাসীদের আভিযোগ আবাস যোজনা নিয়ে সার্ভে হলেও তারা আবাসের ঘর থেকে বঞ্চিত। চিলিখানার ১নং গ্রাম পঞ্চায়েতে ৮১ জন ও ৪২ নম্বর বুথের গ্রামবাসীদের অভিযোগ আবাসের খাতায় তাদের নাম নেই। তারা বুহুবার গ্রাম পঞ্চায়েতকে জানালেও পঞ্চায়েত আধিকারিক এ বিষয়ে কোনও গুরুত্ব দেয়নি। আবাসের লিষ্টে নাম না থাকায় বুধবার চিলিখানার গ্রাম পঞ্চায়েতে অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা।
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন যতক্ষন না পর্যন্ত গ্রাম পঞ্চায়েত এই সমস্যার সামাধান না করবে, ততক্ষন এই আন্দোলন চলবে।তবে তুফানঞ্জের বিডিও এসে গ্রামবাসিদের আশ্বস্ত করে বলেছেন যাদের লিষ্টে নাম নেই, তাদের নতুন করে নাম দিয়ে নবান্নে পাঠানো হবে।