
অনুপ রায়, হাওড়া : পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হাওড়া. পঞ্চম দফায় ভোট রয়েছে এই কেন্দ্রে. এখানে তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির বাজি রথিন চক্রবর্তী. অন্যদিকে, বামেরা প্রার্থী করেছে সব্যসাচী চট্টোপাধ্যায়কে. ভোট প্রচারে একে অপরকে জোর টক্কর দিচ্ছেন তিন প্রার্থী.
মনোনয়ন পত্র জমা দিলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে তিনি জেলাশাসকের দপ্তরে তাঁর মনোনয়ন জমা দেন। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি-সহ বিশিষ্টজনেরা। মনোনয়ন জমা দিয়ে সংবাদমাধ্যমের মুখেমুখি হয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, প্রচারে মানুষের খুব ভাল সাড়া পেয়েছি. মানুষ আমাদের সমর্থন করছেন.