
বাবলু প্রামাণিক, ক্যানিং : মাঝ চৈত্রেই চড়ছে পারদ। শুধু কি আবহাওয়ার পারদ? ভোটের বাজারে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। আধা-জল খেয়ে প্রচারে গা ভাসিয়েছেন সব দলের প্রার্থীরাই। মঙ্গলবার জয়নগর কেন্দ্রের বিজেপির প্রার্থী ডাঃ অশোক কান্ডারির সমর্থনে ক্যানিং হসপিটাল মোড় থেকে ক্যানিং এসডিও রোড পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী. এবার তারই পাল্টা পদযাত্রা হল তৃণমূলের পক্ষ থেকে। বুধবার সেই একই পথে পদযাত্রা করেন তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। এদিন পদযাত্রায় প্রতিমার সঙ্গে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক শওকাত মোল্লা. পদযাত্রার শেষে একটি নির্বাচনী পথ সভারও আয়োজন করা হয়।
উল্লেখ্য, এদিন শুভেন্দুকে মীর জাফর বলে নিশানা করেন শওকত. তাঁর হুঁশিয়ারি, ‘ঢিল ছুঁড়লে পাটকেল খাওয়ার জন্য তৈরি থাকুন শুভেন্দু ‘