
নিজস্ব প্রতিবেদক, কলকাতা : প্রয়াগ ফিল্ম সিটির ৩৫০ একর জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক টাকায় দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে – অভিযোগ, প্রয়াগের লিজে থাকা জমি সংস্থাকে কিছু না-জানিয়েই দেওয়া হয় সৌরভকে। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমানতকারীরা। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চেই মামলা ফেরত পাঠাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রয়াগ ফিল্ম সিটির প্রায় ৩৫০ একর জমি এক টাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে কীভাবে দিল রাজ্য সরকার ।এই প্রশ্ন তুলে রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। কারণ প্রয়াগ চিটফান্ড সংস্থার অভিযোগ অনুযায়ী, তাঁদের লিজ থাকা সত্ত্বেও রাজ্য তাঁদের কিছু না-জানিয়েই আইনি প্রক্রিয়া ছাড়া এইভাবে জমি হস্তান্তর করতে পারে না, তা অবৈধ।এ ব্যাপারে আদৌ কোনও অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই রিপোর্ট তলব করেছিল ডিভিশন বেঞ্চ। মামলার শুনানি চলাকালে বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ ছিল, চিটফান্ড মামলায় অবৈধ আর্থিক লেনদেনকারী সংস্থার সঙ্গে আমানতকারীদের সমস্যার বিষয় বিচার হয়।