
কোয়েল বনিক, কলকাতা : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির জটিলতা নিয়ে অব্যাহত। ফি বেড়ে যাওয়া মানছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাদের বক্তব্য অস্বাভাবিক ভাবে ফি বাড়ানো হয়েছে। মধ্যবিত্ত, নিণ্মবিত্ত, সাধারণ পড়ুয়াদের পক্ষে মাত্রাত্রিরিক্ত ফি দেওয়া সম্ভব নয়। জানা যায়, চলতি শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে তাদের জন্য একইভাবে নিয়ম জারি থাকবে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রত্যেক সেমিস্টার ও ভর্তির সময় যে পরিমাণ ফি দেওয়ার কথা বলা হয়েছে তা রুখতে একত্রিত হয়েছে ছাত্র সংগঠন এসএফআই। এসএফআই ছাত্র সংগঠনের বক্তব্য, উপাচাৰ্য কে লিখিত আশ্বাস দিতে হবে। এছাড়াও advisory committee মিটিং করাতে হবে। সেই মিটিংয়ে কমিটির সদস্যদের সাথে সাথে উপাচাৰ্যকেও উপস্থিত থাকতে হবে। ফি-বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে গঠিত অ্যাডভাইসরি কমিটির থেকে দ্রুত রিকমেন্ডেশন চাইছে এসএফআই ছাত্র সংগঠন। সূত্রের খবর, স্নাতক স্তরে ভর্তির ফি ছিল ৪২০৫ টাকা। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ৭২০০ টাকা করা হয়েছে। আবার স্নাতকোত্তর স্তরে ফি ছিল ৪২০৩ টাকা যা নতুন প্রস্তাবে ৭২০০ টাকা করা হবে। এর পাশাপাশি সেমিস্টার ফি বাড়ানোর কথা বলা হয়েছে। এক ধাক্কায় কলেজের ফি বেড়ে যাওয়ায় প্রতিবাদে অবস্থানে বসেছে এসএফআই ছাত্র সংগঠনের পড়ুয়ার অনেকেই।