
সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কারঃ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনে, বাংলা জুড়ে ব্যহত চিকিৎসা পরিষেবা। আন্দোলনরত চিকিৎসকদের কাছে কর্মবিরতি প্রত্যাহারের আর্জি জানালেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলনের প্রভাব পড়েছে বাংলা জুড়ে। ব্যহত চিকিৎসা পরিষেবা। এ অবস্থায় সাংবাদিক বৈঠক করলেন, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি বলেন, ‘‘দ্রুত পদক্ষেপ করা হবে, কর্মবিরতি প্রত্যাহার করুন’’! আন্দোলনরত চিকিৎসকদের আর্জি জানালেন স্বাস্থ্য সচিব নিগম
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, ”রাজ্যের পুলিশ, প্রশাসনের ভূমিকায় আমি স্তম্ভিত”। এজলাসে প্রধান বিচারপতি বলেন, টানা ডিউটি করে ওই নির্যাতিতা বিশ্রাম করছিল। তাঁর ওপর নারকীয় তাণ্ডব চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। অথচ পুলিশ অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।
উল্লেখ্য, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে পাঠাতে বললেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সঙ্গে বেঁধে দিলেন সময়। মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন, ‘বিকেল ৩টে পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে অধ্যক্ষকে স্বেচ্ছায় ছুটিতে চলে যেতে বলুন। না হলে আমরা নির্দেশ দিতে বাধ্য হব।
পাশাপাশি, রাজ্যের প্রত্যেক মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ ৬ দফা দাবিতে আন্দোলনে চিকিৎসক পড়ুয়া থেকে ইন্টানরা। রাজ্য বিভিন্ন সরকারি হাসপাতালে বন্ধ পরিষেবা। চরম ভোগান্তির শিকার রোগী ও তাঁদের পরিজনেরা।