
মিহিকা শ্রীমাণী, কলকাতাঃ ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম প্রাইড মার্চ হল কলকাতার প্রাইড ওয়াক। ১৯৯৯ সালে মাত্র পনেরো জনকে নিয়ে অনুষ্ঠিত হওয়া এই প্রাইড ওয়াক আজ আকার নিয়েছে লক্ষাধিক সদস্যের। কলকাতার রাস্তায় রবিবার ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হল এবছরের প্রাইড। লেড্রি ব্রাবোন কলেজ থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে কলকাতা ময়দান পর্যন্ত প্রাইডের রাস্তা। এলজিবিটিকিউ কমিউনিটির মানুষরা ছাড়াও এই পদযাত্রায় অংশ নিয়েছেন বহু সাধারণ মানুষ, শিশু এবং সমাজ সংস্কারকরা। এবছরের প্রাইড ওয়াকের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি, রূপান্তরকামীদের স্বাস্থ্য।
উপস্থিত ছিলেন বহু তারকা ও নামকরা ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন নানান রাজ্য এমনকি ভিন দেশ থেকে আসা মানুষজনও। সমস্ত অংশগ্রহণকারীদের বেশ উৎসাহের সাথে এবং খুশির মেজাজে দেখা গেল এদিন। রঙ, খুশি, নাচ, গান, সমাজ বদলানোর আর্জি সব নিয়ে মহানগরের বুকে একরাশ আনন্দের ঢেউ খেলিয়ে দিল প্রাইড মার্চ। শীতের হাওয়া আর শান বাঁধানো রাস্তাকে সাক্ষী রেখে আবারো মহানগর কথা দিল, আসছে বছর আবার হবে।