
প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:২০১২ তে পূর্ব মেদিনীপুর থেকে যারা প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন, তাঁদের থানায় দিতে হচ্ছে মুচলেকা। এই তালিকায় রয়েছে মোট ৩ হাজার ৯২৪ জনের নাম । থানায় গিয়ে সশরীরে এই শিক্ষকদের জমা দিতে হচ্ছে এই মুচলেকা। এ সংক্রান্ত নির্দেশ এসপি-কে পাঠিয়েছেন জেলাশাসক। আদালতের নির্দেশে ২০১২-র ইন্টারভিউ প্যানেলে কোনও আত্মীয়স্বজন ছিল কি না, তা জানতে চেয়ে নেওয়া হচ্ছে মুচলেকা। মুচলেকাকাণ্ডে রীতিমতো ক্ষুব্ধ শিক্ষকদের একাংশ।উল্লেখ্য ২০১২-য় টেট ছাড়া নিয়োগ পরীক্ষা হয়েছিল প্রাথমিকে । বেসরকারি সংস্থার মাধ্যমে হয় পরীক্ষা এবং নিয়োগ।তারপরে ২০১২ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ২০১৬ সালে হাইকোর্টে একটি মামলা হয়েছিল। কারও আত্মীয় ইন্টারভিউ বোর্ডে ছিলেন কিনা তা শিক্ষকদের কাছে জানতে চেয়ে একটি ঘোষণা পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কোর্টের পক্ষ থেকে । কিন্তু সেই সময় সেটি হাইকোর্টে জমা দেওয়া হয়নি। এবার ফের সেই ঘোষনা পত্র জমা দিতে বলেছে হাইকোর্ট । তাই শিক্ষক-শিক্ষিকাদের থেকে এটি ফের ঘোষণাপত্র চাওয়া হয়েছে ।