
সুকান্ত চট্টোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগণা : ভর সন্ধ্যাবেলায় এক যুবককে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ। উত্তাল উত্তর চব্বিশ পরগনার চৌবেড়িয়া এলাকা। সুত্র মারফত জানা গিয়েছে, মৃত যুবকের নাম আমির হোসেন মণ্ডল। বয়স ৪৩ বছর ,পেশায় গাড়ি চালক। আমিরের বাড়ি গোপালনগর থানার চৌবেড়িয়া মেঠোপাড়া এলাকায়। সোমবার আমির হোসেন তার গাড়ি নিয়ে শ্মশান বাজার এলাকায় গিয়েছিল। তার কিছুক্ষণ পরই আমিরকে সেখানেই পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা ।সঙ্গে সঙ্গে তাকে এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথায় গুরুতর আঘাত ও অত্যাধিক রক্তক্ষরণের ফলে সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরনো বিবাদের জেরেই তাকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতেই স্থানীয়রা এলাকা অবরোধ করেন,পরে পুলিশ তদন্তের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে গোপালনগর থানার পুলিশ। ঘটনায় প্রসেনজিৎ সরকার সহ দুজন ব্যাক্তিকে গ্রেফতারও করা হয়েছে।