
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : কোজাগরী পূর্ণিমার ভরা কোটালে দানবীয় ঢেউ গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ল সৈকত সরণীতে। উত্তাল সমুদ্রে নেমে সমুদ্র স্নানের মজা না নিতে পারলেও জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউর ঝাপটায় সমুদ্র স্নান দারুণ উপভোগ করলেন পর্যটকেরা।
পূর্ণিমার ভরা কোটালের ফলে বইছে ঝোড়ো হাওয়া। ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। আর ছুটিতে বেড়াতে এসে পর্যটকদের বাড়তি পাওনা হয়ে রইল অসময়ে দিঘার সমুদ্রের ভয়ঙ্কর রূপ. এদিন সকালে জোয়ারের সময় হাওয়ায় ফুলে ওঠে সমুদ্রের জল। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দেয় পুলিশ প্রশাসন। সৈকত সরণীতে মোতায়ন করা হয় নুলিয়া ও পুলিশ।