
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : স্কুলের প্রশ্নপত্রে আর জি কর ইস্যু ! বিতর্কে জড়ালো এগরা ঝাটুলাল হাইস্কুল। গত শনিবার এগরা ঝাটুলাল হাইস্কুলে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের পরীক্ষা ছিল। সেই পরীক্ষার প্রশ্নপত্রে আর জি কর হাসপাতালের খুনের ঘটনার উল্লেখ করে প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক ছড়িয়ে পড়ে। সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় স্কুলের পরীক্ষার প্রশ্নে থাকায় শোরগোল পড়ে যায়।
এ বিষয় স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বাসুদেব নন্দী যিনি এই প্রশ্নপত্র করেছেন, তিনি জানিয়েছেন, রাষ্ট্র বিজ্ঞান এমন একটি বিষয় যেখানে বর্তমান প্রাসঙ্গিক কিছু বিষয় ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরতে হয়। বিতর্ক তৈরী করার জন্য প্রশ্ন করিনি। ছাত্র ছাত্রীদের সচেতন করতেই এই প্রশ্নটি পরীক্ষায় রাখা হয়েছে।
তবে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ জানা জানান, বিচারাধীন বিষয় নিয়ে স্কুলের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দুর্ভাগ্যজনক। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ধরণের প্রশ্ন না থাকাই উচিত। পরবর্তীকালে এই ধরণের ভুল যাতে না হয় দেখবো।
এই প্রশ্নপত্র ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনীতি. বিজেপির তরফে এই প্রশ্ন সমর্থন করা হয়েছে. যদিও এর পেছনে ‘গোপন অভিসন্ধি’ দেখছে তৃণমূল নেতৃত্ব.