
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : মোটা অঙ্কের টাকা দিলেই মিলবে নির্বাচনে লড়ার টিকিট! সাথে থাকবে জিতিয়ে দেওয়ার গ্যারেন্টিও! টাকার বিনিময়ে নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় এগরায়। অভিযোগের তীর বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার এগরা ৪ মন্ডল সভাপতি দেবব্রত আচার্য্য ও এগরা ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতির সিতাংশু জানার দিকে। গত বছর পঞ্চায়েত নির্বাচনে সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের গনেশ্বরপুর বুথে তরুণ গিরিকে প্রার্থী করে বিজেপি। অভিযোগ, তরুণ গিরি প্রার্থী হতে রাজি না হলে মন্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাঁকে আশ্বাস দেন, ভোটে জিতিয়ে দেওয়ার গ্যারেন্টি তাঁদের। বিনিময়ে দিতে হবে ৫০ হাজার টাকা। সেই টাকা আত্মস্যাৎ করে গদ্দারি করে হারিয়ে দেওয়ার অভিযোগ আনলেন বিজেপি নেতা তরুণ গিরি। এছাড়াও তিনি জানান, নির্বাচন পরবর্তী সময়ে ওই টাকা ফেরত চাইলে, দিতে অস্বীকার করেন দেবব্রত আচার্য্য এবং সিতাংশু জানা। এই ঘটনায় দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে লিখিত অভিযোগ জানিয়েছেন তরুণ গিরি।
এই ঘটনায় বিজেপিকে দুষলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষকান্তি পন্ডা| তাঁর দাবি, বিজেপির কর্মকর্তারা দলের নামে টাকা তুলে তাঁদের পরিবারের ভরণপোষণ করে।
এই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলায় ফের একবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। তবে, এর প্রভাব কি পড়বে আসন্ন লোকসভা ভোটে, এখন সেটাই দেখার|