
ব্যুরো নিউজ, ওঙ্কার বাংলাঃ সারনা ধর্মের কোড চালু সহ একাধিক দাবিতে ভারত বন্ধ আদিবাসীদের। ঝারখন্ডে বন্ধের ভালো প্রভাব। আঁচ লেগেছে বাংলায়। জায়গায় জায়গায় রেল অবরোধ। রেল লাইনের উপর বসে বিক্ষোভ। স্তব্ধ পরিসেবা। চরম ভোগান্তি নিত্যযাত্রীদের।
সারনা ধর্মের কোড চালু সহ মোট ৬দফা দাবিতে বাংলার জেলায় জেলায় ভারত বন্ধ এবং চাক্কা জ্যাম অভিযানে নেমেছে আদিবাসী সমর্থকরা। পুরুলিয়া জামশেদপুর রেলপথের উপর কান্টাডি রেল স্টেশনে আদিবাসী সংগঠনের সদস্যরা রেল লাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠনের সদস্যরা। আটকে পড়ে বেশ কিছু ট্রেন। দূরপাল্লার কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হয়েছে। প্রভাব পড়েছে যান চলাচলেও। পুরুলিয়া বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ থমকে যানবাহন। আজ রাস্তায় বেসরকারি বাস দেখা না গেলেও সরকারি বাস যথারীতি চলছে বলে পরিবহন সূত্রের খবর।
গঙ্গারামপুরে তেভাগা এক্সপ্রেস আটকে দেয় আদিবাসিরা। হয়রানির শিকার যাত্রীরা। দক্ষিণ দিনাজপুরে সরকারি বাস চলাচল স্বাভাবিক থাকলেও বেসরকারি বাস প্রায় বন্ধ।
ভারত বন্ধের প্রভাব পড়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনীপুরেও সকাল বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন বন্ধ সমর্থকরা। ফলে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা। বাদ পড়ল না মালদাও। মালদার আদিনা স্টেশনে রেল অবরোধ আদিবাসী সংগঠনের।