
প্রদীপ মাহাতো, পুরুলিয়া: মদ্যপ পিতার হাতে চরম পরিণতি সন্তানের। ঘটনাটি পুরুলিয়ার টামনা থানার ডিগশিলি গ্রামের।
পুলিশ সূত্রের খবর,শনিবার রাত ৯ টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়িতে আসে প্রভাস মাহাতো।এরপর স্ত্রীর সাথে বচসায় জড়ায় ওই ব্যক্তি। জানা গিয়েছে লোহার রড নিয়ে নিজের স্ত্রী এবং সন্তানদের ওপর চড়াও হয় ওই ব্যক্তি। কোনোক্রমে প্রভাস মাহাতোর স্ত্রী বাইরে বেরিয়ে চিৎকার শুরু করলে গ্রামের বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত শিশুদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় টামনা থানার পুলিশ। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় সাত বছর বয়সী মধুমিতা মাহাতো।
গুরুতরভাবে জখম হয়েছে আট বছরের অর্পিতা মাহাতো, পাঁচ বছর বয়সী আশা মাহাতো এবং বছর তিনের জয়দেব মাহাতো। তাদের ঝাড়খণ্ডের রাঁচির হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রভাস মাহাতো।