
প্রদীপ মাহাতো, পুরুলিয়া : নদীর পাড়ে বালির ওপর রক্তের দাগ ! দেখেই আঁতকে উঠেছিলেন স্থানীয়রা. পুলিশকে খবর দিতেই তারা এসে দেখে বালি দিয়ে চাপা এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ. এই ঘটনায় শোরগোল পড়ে যায় পুরুলিয়া জেলার বরাবাজারের ফতেপুর এলাকায়। অজ্ঞাত পরিচয়ের ওই যুবতীর দেহের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ. যুবতীর ওপর কোনওরকম শারীরিক নির্যাতন করা হয়েছে কিনা, তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট এলে.
আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনায় এখনও উত্তপ্ত গোটা রাজ্য. ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জিট পেশ করেছে সিবিআই. তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে কথে ডাক্তার থেকে সাধারণ মানুষ. তারপরেও রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনা সামনে আসছে.