
প্রদীপ মাহাতো ,পুরুলিয়া : পুরুলিয়ার একটি নামকরা সংস্থার সোনার বিপনীতে বড়সড় ডাকাতি ।এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রবি গুপ্ত নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
। পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বুধবার দুপুরে বেলগুমা পুলিশ লাইনে সাংবাদিক সম্মেলন করে একথা জানান। তিনি বলেন ধৃত রবি গুপ্তা পুরুলিয়ার সোনার দোকানে চুরির ঘটনায় টাকা ও মোটরসাইকেল দিয়ে সাহায্য করেছিল।। এছাড়াও গুড্ডু বলে আরো এক অভিযুক্ত আগেই ধরা পড়েছে । বিহারের পাটনার বেউর জেল থেকেই এই ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গেছে । এবং বিদেশি ফোনের কোড ব্যবহার করে whatsapp গ্রুপের মাধ্যমে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।