
প্রদীপ মাহাতো, পুরুলিয়া : আদিবাসী তালিকাভুক্তির দাবি আদায়ে এবার সরাসরি ভোটে লড়তে চায় আদিবাসী কুড়মি সমাজ। আসন্ন লোকসভা ভোটের ময়দানে নির্দল প্রার্থী দিতে চলেছে কুড়মি সমাজ।
কুড়মি জনজাতিকে তফশীলী উপজাতি অন্তর্ভুক্তি করার দাবিতে গত ৮ ই মার্চ ৯ মার্চ দুইদিন ধরে চলেছিল মহা অধিবেশন পুরুলিয়ার ছড়রার এরোড্রামের মাঠে। ১০ ই মার্চ ছিল অধিবেশনের প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে ৫ লক্ষাধিকের অধিক মানুষের সমাগম হয় বলে সমাজের নেতারা দাবি করেন । সেই প্রকাশ্য সমাবেশ থেকে কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো ঘোষণা করেন, আগামী লোকসভা ভোটে তাঁরা অংশগ্রহণ করবেন । অর্থাৎ কুড়মি সমাজ থেকে নির্দল প্রার্থী দেবেন। প্রার্থী দেবেন পুরুলিয়া লোকসভা, ঝাড়গ্রাম লোকসভা ও বাঁকুড়া লোকসভা এবং দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও ঝাড়খন্ড রাজ্যে অসংরক্ষিত সিটগুলিতে কুড়মি সমাজ নির্দল প্রার্থী দেবেন। পুরুলিয়া লোকসভা আসনে কুড়মি জনজাতির হয়ে নির্দল প্রার্থী হচ্ছেন অজিত প্রসাদ মাহাতো। বৃহস্পতিবার সকাল থেকেই অজিত প্রসাদ মাহাতোর নামে দিকে দিকে চলছে দেওয়াল লিখন।
উল্লেখ্য, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করেনি কুড়মি সমাজ। জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় কুড়মি ও তার সহযোগী জনজাতি নির্দল প্রার্থীদের সমর্থন করেছিল আদিবাসী কুড়মি সমাজ সহ একাধিক কুড়মি সংগঠন।