
প্রদীপ মাহাতো , পুরুলিয়া: বনধের ডাক দেওয়া একাধিক মাওবাদী পোস্টার উদ্ধার হল পুরুলিয়ার কোটশিলার মুরগুমা জলাধার এবং লাগোয়া এলাকা থেকে। মঙ্গলবার সকালে স্থানীয় কিছু লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেখানে গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ।
।সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারগুলিতে বেশ কয়েকটি দাবি করা হয় । আদিবাসী মহিলা ছাত্রীদের পুনরায় হোস্টেলে ফিরিয়ে নেওয়া, মাওবাদীদের চাকুরীর ব্যবস্থা করা সহ আগামী ২৭ ও ২৮জানুয়ারি বনধ পালনের ডাক ও দেওয়া হয়েছে এই পোস্টারে। তবে কি কারণে বনধ তা নিয়ে পোস্টারে স্পষ্ট কিছু লেখা নেই।
সামনেই প্রজাতন্ত্র দিবস। তার আগে অযোধ্যা পাহাড় লাগোয়া মুরগুমা এলাকা থেকে এভাবে পোস্টার উদ্ধারের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।
উল্লেখ্য, কয়েকদিন আগে মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোর দাকে বাঘমুণ্ডির চাউনিয়া জঙ্গল থেকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ধৃত নেতা জেল হাজতেই রয়েছে।
তবে প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গলমহল এলাকায় মাননামাঙ্খিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।