
প্রদীপ মাহাতো, পুরুলিয়া:
আর জি কর কাণ্ডের পর ৫৩ দিন কেটে গেছে। । কিন্তু এখনও বিচার পায়নি তিলোত্তমা। তাই ৫৪ তম দিনেও বিক্ষোভ আন্দোলন অব্যাহত রাজ্য তথা দেশ জুড়ে।এই আবহে বুধবার মহালয়ার মাধ্যমে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে । শুরু হয়েছে পুজো উদ্বোধন ,তবে এই উৎসবেও তিলোত্তমার কথা ভোলেনি সাধারণ মানুষ । তাই নির্যাতিতাকে স্মরণ করে , কালো শাড়ি পরে কালো বেলুন হাতে ৫৪ টি প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মহালয়ার সকালে পুরুলিয়া জেলার শশধর গাঙ্গুলী রোড সর্ব্বজনীন দুর্গাপূজা কমিটির শুভ উদ্বোধন হলো।। এদিন মহিলারা কালো শাড়ি পরে, মাথায় উই ওয়ান্ট জাস্টিস লেখা কালো ফেট্টি বেন্ধে ৫৪ টি প্রদীপ জ্বালিয়ে ও ৫৪টি কালো বেলুন হাতে নিয়ে অভিনব প্রতিবাদ জানালেন। তিলোত্তমার স্মরণে জ্বালানো হয় ৫৪ টি প্রদীপ। এভাবেই মহালয়ার দিন জেলা পুরুলিয়াতে শুরু হলো অভিন প্রতিবাদ। পূজোর পাঁচ দিনই চলবে প্রতিবাদ কর্মসূচি বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই মন্ডপকেও উৎসর্গ করা হয়েছে তিলোত্তমার নামে।