
প্রদীপ মাহাতো, পুরুলিয়া : পাখির চোখ লোকসভা নির্বাচন। পুরুলিয়ায় সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে অটুট রাখতে বুধবার পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা বিধায়ক মোশারফ হোসেন সহ জেলার নেতৃত্বরা। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে মোশারফ হোসেন বলেন, ‘গোটাটাই বিজেপির নাটক। ভোটের আগে সন্দেশখালিকে রাজনৈতিক ইস্যু করতে চাইছে গেরুয়া শিবির’, মন্তব্য তৃণমূল বিধায়কের।
উল্লেখ্য, শুধু মোশারফ হোসেন নন, এর আগেও তৃণমূলের একাধিক নেতাদের মুখে এই একই কথা শোনা গেছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মতেও সন্দেশখালির ঘটনা সাজানো। সন্দেশখালি নিয়ে যখন বঙ্গ রাজনীতি তোলপাড় তখন শাসকদলের নেতাদের এমন মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নামছে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, সন্দেশখালির এই ঘটনাকে সাজানো বলে লঘু করার চেষ্টা করছে তৃণমূল সরকার।