
প্রদীপ মাহাতো, পুরুলিয়া : আটার মেয়াদ শেষ। আর সেই আটা দুয়ারে রেশনে দেওয়া হল সাধারণ মানুষকেই। এমনটাই অভিযোগ উঠল পুরুলিয়ার পুঞ্চা ব্লকের দেলাঙ গ্রামে। যা নিয়ে সকাল থেকেই রীতিমতো হইচই পড়ে যায় এই গ্রাম্য এলাকায়।অভিযোগ উঠেছে, রেশনে দু ধরনের বস্তার দেখা মিলেছে। যার মধ্যে একটি বস্তা ভালো আটার অন্যটি মেয়াদ ফুরিয়ে যাওয়া আটার।
স্থানীয়রা আরও জানিয়েছেন, এই রেশনের আটা খেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন বিগত কয়েক দিনে। তবে আজ আটা প্যাকেটের মেয়াদ উত্তীর্ণ থাকার বিষয়টি নজরে আসায় রেশনের আটা নেওয়া বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।