
অপরূপা কাঞ্জিলাল: চোখে সুরমা। কানে দুল। পায়ে ঘুঙ্গুর ও হাতে ত্রিশূল, পুষ্পার গ্র্যান্ড এন্ট্রিদেশ জুড়ে বক্স অফিস কাপাতে আসছে আল্লু অর্জুন!
এবার সারা ভারত জুড়ে বক্স অফিস কাপাতে ফের আসছে পুষ্পা । হ্যাঁ আবারো ভারত সহ গোটা বিশ্বে ঝড় তুলতে আসছেন সাউথের সুপারস্টার আল্লু অর্জুন । জন্মদিনেই টিজার রিলিজ করে সবার মন জয় করলেন আল্লু অর্জুন। পুশপা ২ এর ঘোষণা রীতি মতো উত্তেজনা ছড়িয়েছে গোটা ভক্ত মহলে। আর এবারেই সেই উত্তেজনার পারদ একদম তুঙ্গে । এবারে চোখে সুরমা। কানে দুল। পায়ে গুঙ্গুর ও হাতে ত্রিশূল নিয়ে পুষ্পার গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে। আর তারপর ডান পায়ের পিছন থেকে আঁচল উড়িয়ে হাতে ধরার দৃশ্য আর শেষে ফাইটের দৃশ্যে অসাধারণ আল্লু অর্জুন। পুষ্পা ২ দ্য রুল নিঃসন্দেহে ব্লকবাস্টার হতে চলেছে। এর আগের পোস্টারে আমরা দেখতে পেয়েছিলাম আল্লু অর্জুনের সারা শরীর জুড়ে নীল রং। কপালে টিপ কানে ভারী দুল ও গলায় হার ও দুহাত ভর্তি চুরি। শাড়ি পরিনিত নায়ক হাতে নিয়েছেন বন্দুক। আল্লু অর্জুনের এই রূপ রীতিমতো অবাক করেছিল সকলকে। আর তার সাথে সেই সংলাপ। জঙ্গলে যখন কোন জানোয়ার দু পা পিছনে যায় বুঝতে হয় বাঘ আসছে। আর যখন বাঘ নিজেই পিছিয়ে যায় তখন বুঝতে হয় পুশপা আসছে। হ্যা ঝড় যখন উঠেছিল তখনও সাথে কিন্তু উঠেছিল বেশ কিছু প্রশ্ন। কেন শাড়ি ব্লাইস পড়লেন পুশপা। কি রহস্য রয়েছে এর পিছনে। আসলে পুশপা দ্য রুলে রয়েছে বিভিন্ন মাইথলজিকাল দিকও। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তিরুপাথিতে এক ধরনের ফেস্টিভ্যাল হয় মে মাসে দিকে। যার নাম তিরুপতি গঙ্গা আম্মা যাত্রা। এক সময় তিরুপতিতে পালে গণডুলু নামে এক রাজা ছিলেন। যিনি আসলেই ছিলেন দুশ্চরিত্র। মেয়েদের অত্যাচার করায় তার জীবনেই যেন লক্ষ । সেই রাজা একসময় ভগবান ভেঙ্কটেশের বোন গঙ্গা আম্মাকে খারাপ নজরে দেখেন এবং খারাপ কিছু করার ইচ্ছে জাগে তার মনে। এরপরে মাতা গঙ্গা আম্মা তার ভয়ংকর রূপ দেখালে তিনি আতঙ্কে প্রাণ ভয়ে লুকিয়ে পড়েন । আর তাঁকে প্রকাশ্যে আনতে একধরণের ফন্দি আটেন গঙ্গা আম্মা। তিনি সাত দিন ধরে বিচিত্র ভাবে সাজগোজ করতে থাকেন এই সুযোগে যখন রাজা লুকোনো অবস্থা থেকে বেরিয়ে প্রকাশ্যে আসেন তখনি তাঁকে বধ করেন গঙ্গা আম্মা। আর এই প্রথার সপ্তমতম দিনে পুরুষরা মহিলা রূপে সেজে ওঠেন । আন্দাজ করা যাচ্ছে পুশপা এই দিনেই রূপ বদলে শত্রুদের বিনাশ করবেন।
যেই সিনেমা ২০২১ সালে গোটা ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল । যে সিনেমা বুঝিয়ে দিয়েছিল সে এবার রাজ করবে ভারতীয় সিনেমায় তার নামই পুষ্পা দ্য রাইস। আর এবছর এথেকেও বড় ভাবে আসতে চলেছে পুষ্পা ২। পুষ্পা দ্য রুল রিলিজ হবে ১৫ ই আগস্ট।