
নিজস্ব সংবাদদাতা : রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে বিগত দুদিন ধরে ক্যাম্পাসে চলছে তুমুল উত্তেজনা। উপাচার্যের ঘরের দরজায় তালাও মেরে প্রতিবাদ দেখায় একদল পড়ুয়া ।
সোমবার ক্যাম্পাসে অস্থায়ী উপাচার্যকে প্রবেশ করতে বাধা দেওয়ায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া যাবে না। দরকার হলে উপাচার্যকে পুলিশ সাহায্য করবে। যদিও এই নির্দেশের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস শান্ত হয়নি ।
বুধবারও এই নিয়ে ক্যাম্পাস চত্বরে চলতে থাকে তুমুল অশান্তি। পড়ুয়াদের দাবী, অস্থায়ী উপাচার্যের স্বেচ্ছাচারি আচরণের জন্য বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। সেই কারণেই অস্থায়ী উপাচার্যকে অবিলম্বে সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। যদিও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি রবীন্দ্র ভারতী কর্তৃপক্ষ। সেই কারণেই পড়ুয়াদের বিক্ষোভের আঁচ আরও বাড়তে থাকে ক্যাম্পাসে।
অস্থায়ী উপাচার্যের বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছে তিনি কারোর কথা শুনছেন না কাউকে নিজের মত কাজ করতে দিচ্ছে না। পড়ুয়া অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে অশিক্ষক কর্মীদের সঙ্গেও খারাপ ব্যবহার করছেন তিনি। ঠিক এই কারণেই বুধবার পড়ুয়াদের সঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ দেখিয়েছেন অশিক্ষক কর্মীরাও।
অন্যদিকে হাইকোর্টের নির্দেশ থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেই রয়েছে পুলিশ বাহিনী। কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকেই নজর রাখছেন পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের একটাই দাবি অস্থায়ী উপাচার্যের পদত্যাগ।