
অরূপ ঘোষ, কলকাতা : ২২শে শ্রাবণ উপলক্ষ্যে মঙ্গলবার কোলকাতা বেনিয়াপুকুর লাইব্রেরি অ্যান্ড ক্লাবে আয়োজিত হয়ে গেলো রবীন্দ্র স্মরণে ২০২৩। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অভিনেত্রী তথা হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদিকা পায়েল সরকার, দুর্বার মহিলা সমন্বয় কমিটির অ্যাডভোকেসি অফিসার মহাশ্বেতা মুখার্জী, সুরকার পণ্ডিত মল্লার ঘোষ, বসাক ইন্টেরিয়ের কর্নধার সঞ্জীব বসাক এবং প্রগতি বাংলার কর্নধার ডক্টর অরিজিৎ কর নিয়োগী। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন দেবযানী। প্রথমবার চয়নী কলা সঙ্গমের কর্নধার লোপামুদ্রা মুখার্জী এবং পায়েল সরকার অর্গানাইজেশনের কর্নধার পায়েল সরকার যৌথ ভাবে প্রোগ্রামটি উপস্থাপন করলেন।এবং প্রোগ্রামের সাফল্য ফুটে উঠেছিল মানুষের করতালিতে এবং তার সাথে ছিলো ছোটো ছোটো ক্ষুদে শিশুদের অসাধারণ নৃত্য পরিবেশন। প্রদীপ উজ্জলনের মাধ্যমে প্রোগ্রামের শুভারম্ভ হয় এবং প্রোগ্রামের মূল আকর্ষণীয় বিষয়বস্তু ছিলো পায়েল সরকারের নৃত্য এবং পণ্ডিত মল্লার ঘোষের অনবদ্য তাল পরিবেশনা। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তার অসাধারণ বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তার কথা বলেন উপস্থিত দর্শকদের।