
সঞ্জয় রায়চৌধুরী : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তাঁর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়. শিওরে ভোট. তাই জনসংযোগে কোনও খামতি রাখতে চাইছেন না বিজেপি প্রার্থী. রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি মানুষ জনের সাথে আলাপচারিতা সেরে নিলেন তাপস। এদিন তাপস রায়ের সঙ্গে ছিলেন বিজেপির অন্যতম নেতা তমঘ্নো ঘোষ সহ বিভিন্ন মহিলা ও পুরুষ কার্যকর্তা.