
সুনন্দা দত্ত, হুগলি : অভিনয় জগৎ থেকে সোজা রাজনীতির ময়দানে. তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণার পর থেকেই নেমে পড়েছিলেন জনসংযোগে. সাধারণ মানুষের কাছে তিনি ‘দিদি নম্বর ওয়ান’. প্রচুর অনুরাগী তাঁর. কিন্তু, রাজনীতির ময়দানে যে লড়াইটা খুব সহজ নয়, তা তিনি বিলক্ষণ বুঝেছেন. কিন্তু, জমি তো ছাড়া যাবে না. তাই, এই প্রচণ্ড গরমেও বিরাম নেই প্রচারে.
রোজকার মতো শনিবারও সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়. ধনিয়াখালি বিধানসভার গুরাপে ভোট প্রচার করলেন রচনা. শীতলা মন্দিরে পূজো দিয়ে প্রচারে নামেন. তারপর আদিবাসীদের সঙ্গে নাচের তালে পাও মেলান ‘দিদি নম্বর ওয়ান’। টিভি-র পর্দার দিদিকে কাছে পেয়ে কি এত সহজে ছেড়ে দেওয়া যায়? তাই নাচের ফাঁকেই তাঁর সঙ্গে সেলফি তুলতে লাইন পড়ে গেল মহিলাদের!
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, ‘প্রত্যেকদিন দারুণ দারুণ অভিজ্ঞতা হচ্ছে। মানুষের এত ভালবাসা পাচ্ছি, প্রকাশ করার ভাষা নেই’।