
তামসী রায় প্রধান, ওঙ্কারঃ ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র কর্মসূচিতে রবিবার জলপাইগুড়ি থেকে শুরু করবেন রাহুল গান্ধী। দুপুরে বাগডোরা বিমান বন্দরে নেমে সোজা যাবেন জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকায়। সেখানেই মধ্যাহ্নভোজন করবেন কংগ্রেস সাংসদ।
পাহাড়পুর থেকে চলে আসবেন জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যান মোড় এলাকায়। কংগ্রেস সূত্রে খবর, দুপুর দুটোর পর তিস্তা উদ্যান মোড় থেকে পদযাত্রা শুরু করবেন সনিয়া পুত্র রাহুল। করলা নদী পেরিয়ে পোস্ট অফিস মোড়, থানা মোড় হয়ে কদমতলা মোড় পর্যন্ত পদযাত্রা কারার কথা রাহুলের।
কদমতলা থেকেই গাড়িতে উঠবেন। সেখান থেকে ফাটাপুকুর, ফুলবাড়ি হয়ে কংগ্রেস সাংসদ পৌঁছে যাবেন শিলিগুড়ি। ববিবার রাতেই ঢুকে পড়বেন উত্তর দিনাজপুর জেলায়। সেখানেই রাতে থাকবেন বলে সূত্রের খবর।