
তামসী রায় প্রধানঃ আপাতত স্থগিত রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরেই তিনি ফিরে যান দিল্লিতে। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জানা গেছে, পারিবারিক জরুরি কাজের জন্যই মাঝপথে সফর স্থগিত করলেন কংগ্রেস সাংসদ।
কংগ্রেস সুত্রে জানা গেছে, হাসিমারা থেকে কপ্টারে তিনি বাগডোগরা যান, সেখান থেকে বিমানে রাহুল ফিরেযান দিল্লিতে। শুক্রবা প্রজাতন্ত্র দিবসে কর্মসূচি রয়েছে কংগ্রেস সাংসদের । শনিবার ২৭ জানুয়ারি দলের কিছু কর্মসূচি রয়েছে। একটি বৈঠক করতে পারেন, যেখানে ইন্ডিয়া জোট নিয়ে কথা হাবার প্রবল সম্ভাবনা।
রবিবার ২৮ জানুয়ারি বাংলায় এসে ভারত জোড়ো ন্যায় যাত্রায় তিনি অংশ নেবেন, এমনটাই জানা জাচ্ছে। তবে কেন তিনি পদযাত্রা বাতিল করলেন, কর্মসূচি বাতিল করলেন সেই বিষয়ে কংগ্রেস থেকে স্পষ্ট করে কিছুই জানান হয়নি।