
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: এক যুবকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ৭৪ লাখ টাকা উদ্ধার করল পুলিশ। নদীয়ার কৃষ্ণনগরের বাসিন্দা ওই যুবক সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। টাকা উদ্ধারের পাশাপাশি এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারণা ও ডিজিটাল গ্রেফতারির অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশ। গত নভেম্বর মাসে চারু মার্কেট থানা এলাকার এক বয়স্ক মহিলা সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে ৬৬ লাখ টাকা হারান। তাঁকে ডিজিটাল গ্রেফতারি করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে নদীয়ার কৃষ্ণনগর থেকে তিন জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতদের নাম প্রতাপ রায় (২৭ বছর), উৎপল সিকদার (৩১ বছর) এবং কুমারেশ হালদার (৩৫ বছর)।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে প্রতাপকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ক্রিপটোকারেন্সিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। প্রায় সাড়ে ৮ লাখ টাকা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে উৎপলের হদিশ পায় পুলিশ। উৎপলের বাড়িতে হানা দিয়ে নগদ ৭৪ লাখ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। পরে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে কুমারেশকে গ্রেফতার করে পুলিশ।