
বিক্রমাদিত্য বিশ্বাস, রায়গঞ্জ : আগামী ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন. তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন রায়গঞ্জ. সোমবার শেষ হলো প্রচারপর্ব. আর প্রচারের শেষদিনে কর্মী-সমর্থকদের নিয়ে জোরকদমে জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী.
রায়গঞ্জ আসনে ২০২১ সালে জয় পেয়েছিল বিজেপি। পরে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। এরপর লোকসভা ভোটে তাঁকে রায়গঞ্জ থেকে প্রার্থী করেছিল শাসকদল. কিন্তু, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপি প্রার্থীর কাছে হার স্বীকার করতে হয় কৃষ্ণ কল্যাণীকে. ফলে, রায়গঞ্জ বিধানসভায় বিশেষ নজর রয়েছে তৃণমূলের। কার পক্ষে রায় দেবেন রায়গঞ্জের মানুষ ? জানা যাবে ১৩ জুলাই.