
বিক্রমাদিত্য বিশ্বাস, রায়গঞ্জ : আগামী ১০ জুলাই রাজ্যের ৪ টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন. বুধবার সকালে মনোনয়ন জমা দেন সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত. এদিন কসবা মোড় থেকে পায়ে হেঁটে মিছিল করে নমিনেশন জমা দেন তিনি. তাঁর সঙ্গে এদিন মিছিলে পা মেলালেন প্রচুর কর্মী সমর্থক.
উল্লেখ্য, সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে মোহিত সেনগুপ্ত বলেন, জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। পাশাপাশি প্রতিদ্বন্দ্বিদের একহাত নিয়ে কংগ্রেস প্রার্থী বলেন, ‘রায়গঞ্জে এবার দুই দলবদলু প্রার্থী হয়েছেন দুই শিবিরে। রাজনীতি তাঁদের কাছে ব্যবসা. আমার কাছে রায়গঞ্জের উন্নয়নই মূল লক্ষ্য’.
প্রসঙ্গত, ২০১১ এবং ২০১৬-র বিধানসভা ভোটে রায়গঞ্জ থেকে জিতেছিলেন মোহন সেনগুপ্ত. এরপর ২০২১ -এর নির্বাচনে তাঁকে হারিয়ে জয় ছিনিয় নিয়েছিলেন বিজেপির কৃষ্ণ কল্যাণী. যদিও তারপর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি. সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হেরে গিয়ে ফের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ছেন কৃষ্ণ কল্যাণী. অন্যদিকে, রয়েছেন বিজেপির মানস কুমার ঘোষ. শেষ পর্যন্ত কে করবে বাজিমাত, জানা যাবে ১৩ জুলাই.