
বিক্রমাদিত্য বিশ্বাস, রায়গঞ্জ : একাধিক দাবি নিয়ে উপাচার্যের দ্বারস্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার সদস্যের অধ্যাপকেরা। নির্মীয়মান বহুতলের কাজ অবিলম্বে শেষ করে তা ব্যবহারযোগ্য করে তোলার জন্য আবেদন করেছেন তাঁরা। এর পাশাপাশি তাঁরা জানান, আংশিক সময়ের অধ্যাপকদের বেতন অত্যাধিক কম, সেই বিষয়টিও উপাচার্যকে দেখার জন্য অনুরোধ করেন অধ্যাপকেরা। চুক্তিভিত্তিক অধ্যাপকরা যেই সুবিধাগুলি পাচ্ছেন, তা থেকে বঞ্চিত অতিথি অধ্যাপকরা। এই অভিযোগে বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন তাঁরা। সেই সমস্যার কথাও উপাচার্যকে জানিয়েছেন তাঁরা।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: দীপক কুমার রায় জানান, তাঁর কাছে যে ৯ দফা দাবি জানানো হয়েছে, তা সবকটিই যথাযথ। শীঘ্রই দাবিগুলো পূরণের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রায় ঘন্টাখানেক উপাচার্যের সঙ্গে কথা বলেন অধ্যাপকেরা। তাঁরা আশাবাদী, উপাচার্য তাঁদের দাবি মেনে দ্রুত পদক্ষেপ করবেন।